Home লাইফস্টাইল ওজন কমাতে চান? ডায়েট চার্ট খুঁজছেন? দেখে নিন

ওজন কমাতে চান? ডায়েট চার্ট খুঁজছেন? দেখে নিন

by asadsaimon
ওজন কমাতে ডায়েট চার্ট

ওজন কমাতে ডায়েট চার্ট:

অতিরিক্ত ওজন কমিয়ে ছিপছিপে গড়নের শরীর কে না চায়? কিন্তু চাইলেই তো আর হবে না। ওজন কমানোর জন্য জানতে হবে সারাদিনের কখন কি খাওয়া উচিত। আর তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগ কে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট।

এই ডায়েট চার্টের মধ্যে মাসে ৫ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এবং খুব সহজেই পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ্য গতিতে এই ওজন কমানো সম্বব। আর সেই লক্ষ্যে পৌছাতে হলে প্রতিদিন আপনাকে অবশ্যই ১২৮০ ক্যালরি, তার মানে মাসে ৩৮,৪০০ ক্যালরি বার্ণ করতে হবে এবং ডায়েট চার্টে  এমন সব খাবার থাকতে হবে যা মোটামুটি ১৫০০ ক্যালরির হতে হবে।

সকাল ৮:০০
– সেদ্ধ ডিম ১ টি সাদা অংশ (৫২ ক্যালরি)
– এক বাটি জাম্বুরা( জুস করে বা এমনি খেতে পারেন) (৯৬ ক্যালরি)
– ২ টি রুটি (২১০ ক্যালরি)
– ভেজিটেবল সুপ (১৫০ ক্যালরি)

সকাল ১১:০০
– এক কাপ গ্রিন টি চিনি ছাড়া (কোন ক্যালরি নেই)
– একটি আপেল (৮১ ক্যালরি) / একটি কমলা (৮৬ ক্যালরি)

দুপুর ২:০০
– ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)
– ১ বাটি মিক্স্ড ভেজিটেবল (৮৫ ক্যালরি)
– ১ কাপ ডাল (২২০ ক্যালরি) / এক টুকরা মাছ (১৪২ ক্যালরি)

ওজন কমানোর ডায়েট চার্ট জেনে নিন

বিকেল ৫:০০

– এক কাপ গ্রিন টি (চিনি ছাড়া)
– ২ টি ক্রিম ছাড়া বিস্কিট (৩০ ক্যালরি)

সন্ধ্যা ৭:০০
– ডাবের পানি (৪৬ ক্যালরি)
অথবা ৮-১০ টি পেস্তা বাদাম (৭০ক্যালরি)

রাত ৮:৩০

– ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)
– ১ কাপ সালাদ (৫০ ক্যালরি)
– ১ কাপ সবজি (৮৫ ক্যালরি) / আধা কাপ টক দই (৬৫ ক্যালরি)

এই হলো মোটামুটি ১৫০০ ক্যালরির একটি ডায়েট চার্ট । তবে এই ডায়েট চার্ট মেনে চলার পাশাপাশি শারীরিক ব্যায়াম করা অত্যাবশ্যক। কারণ এর মাধ্যমে আপনি দেহের অতিরিক্ত ক্যালরি বার্ণ করতে পারবেন। যেকোনো ব্যায়াম ক্যালরি বার্ণ করতে সহায়ক। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন। প্রতিদিন ৪৫ মিনিট হাঁটার অভ্যাস করূন। এছাড়াও ফ্রি হ্যান্ড এক্সার্সাইজ় করতে পারেন। তো মেনে চলুন ওজন কমানোর ডায়েট চার্ট আর সুস্থ্য থাকুন।

You may also like

Leave a Comment