কিভাবে পিসি মনিটর স্ক্রীন পরিষ্কার রাখবেন

আপনার প্রতিদিনের সঙ্গী আপনার সাধের পিসি যেটা ছাড়া আপনার দিনটাই যেন কাটেনা অথবা আপনার নতুন কেনা HD LED  যা দিয়ে আপনার পছন্দের গুলো উপভোগ করেন।

পিসি তে ইন্টারনেট ব্রাউজিং, ম্যুভি আপনি একদিনও মিস করেন না অথচ দীর্ঘদিনের জমে থাকা ধুলা আর ময়লায় আপনার পিসি  স্ক্রীন এর যে কি দশা তাতো খেয়াল করছেন না! চলুন দেখা যাক কিভাবে পরিষ্কার রাখবেন পিসি মনিটর স্ক্রীন-

করনীয়:
১। প্রথমেই কম্পিউটার টি বন্ধ করুন।
২। এখন একটি শুকনো সুতি/লিনেন কাপড় দিয়ে আলতো ভাবে পরিষ্কার করুন।মনে রাখবেন, খুব জোরে ঘষা দিবেন না; এতে স্ক্রীন এ দাগ পড়তে পারে।
৩। শুধু শুকনো কাপড় দিয়ে হয়ত সব ময়লা পরিষ্কার নাও হতে পারে তাই কাপড়টিকে ডিসটিলড ওয়াটার অথবা সমান অনুপাতে হোয়াইট ভিনেগার এবং ডিসটিলড ওয়াটার এর মিশ্রণে ডুবিয়ে পরিষ্কার করুন। বাজারে অনেক কোম্পানি স্প্রে/ক্লিনার বিক্রি করে তবে এসবের চাইতে ৫০/৫০ অনুপাতে হোয়াইট ভিনেগার ও ডিসটিলড ওয়াটার এর মিশ্রণ বেশি কার্যকরী।

যা কখনোই করবেন নাঃ
১। শক্ত কাপড় ব্যবহার একদম করবেন না।
২। সরাসরি কোন পানি/তরল স্ক্রীন এ প্রয়োগ করা যাবেনা।
৩। কঠিন দাগ দূর করার জন্য নখ/শক্ত কিছু দিয়ে খোঁচা দিবেন না।

Leave a Reply