কিভাবে ফেইসবুক ভাইরাস পোষ্টটিংটি মুছে ফেলবেন???

ফেইসবুক একাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা একবার একেক ধরনের কারসাজি তৈরি করে। এর মধ্য সর্বশেষ যেটা তৈরি করা হয়ে, সেটা হল ফেইসবুক ভাইরাস পোষ্ট। আপনি আপনার ওয়ালে পোষ্ট হওয়া এ ধরনের লিংকে ক্লিক করলেই আপনার একাউন্ট থেকে আপনার বন্ধুদের প্রোপাইলে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও লিংক শেয়ার হবে। আর এটিই হল ফেইসবুক পোষ্ট ভাইরাস। যারা ইতিমধ্যে এই ভাইরাম দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এরই মধ্যে এটার তেষ্ক্রিয়তা সম্পর্কে বুঝতে পেরেছেন! 🙂 এই ভাইরাসের কারণে একজন ফেন্ডের সাথে আরেকজন ফেন্ডের মধ্যে ঝামেলা বেজে যায়। এখন আসুন এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবেন!

এটি হয় একটি এক্সটেনশানের কারণে। এটার নাম হলঃ “YouTube Premium”. এই এক্সটেশানটি মুছে দিলেই আপনি মুক্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ 🙂

Google Chrome

  • প্রথমে ব্রাউজার ওপেন করুন।
  • এবার Tools —> Extensions এ যান।
  • এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন।
  • ব্যস কাজ শেষ।

Mozilla Firefox

  • প্রথমে ব্রাউজার ওপেন করুন।
  • এবার Tools —> Addons এ যান।
  • এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন।
  • ব্যস কাজ শেষ।

এখন থেকে আপনি স্বাভাবিক ভাবেই আপনার বন্ধূর ওয়ালে ভিডিও শেয়ার করতে পারবেন। অশ্লীল ভিডিও আর অটোমেটিক ভাবে হবে না। তবে সাবধান আবার যদি এই রকম ভুল করেন, তাহলে কিন্তু খবর আছে 🙂

Leave a Reply