ক্যান্সার শনাক্তকরণের নতুন যন্ত্র আবিষ্কার

94

বৃটেনের বিজ্ঞানীরা মূত্রাশয়ের ক্যান্সার শনাক্তকরণের জন্যে একটি নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করেছেন। এই যন্ত্র ব্যাক্তির মূত্রের গন্ধ এবং তা থেকে উঠে আসা গ্যাসীয় উপাদানগুলো বিশ্লেষণ করে সেখানে ক্যান্সার কোষ আছে কিনা তা শনাক্ত করবে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই যন্ত্রটি যতগুলো ক্ষেত্রে পরীক্ষা করেছেন, প্রতি ১০ বারের মধ্যে ৯ বারই এটি ঠিক ফলাফল দিয়েছে। তবে যন্ত্রটিকে সহজলভ্য করে তোলার প্রক্রিয়া হাতে নেয়ার আগে আরো অনেক গবেষণার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন।

বিজ্ঞানীরা অনেকদিন ধরেই ক্যান্সার কিভাবে সহজে সনাক্ত করা যায়, তার উপায় নিয়ে গবেষণা করছিলেন। কিছুদিন আগেও ধারণা করা হতো কুকুর ক্যান্সার রোগীর দেহের গন্ধ আলাদা করে শনাক্ত করতে পারে। সহজলভ্যতার দিক দিয়ে মানুষের দেহে বাসা বাঁধা অন্য ক্যান্সারগুলোর মধ্যে মূত্রাশয়ের ক্যান্সারের অবস্থান চতুর্থ। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি চার গুণ বেশি।

Leave a Reply