Home গুগল গুগলের নতুন চমক দেখেছেন ?

গুগলের নতুন চমক দেখেছেন ?

by shamim ahmed

প্রযুক্তি জায়ান্ট গুগুল তার নতুন কম্পিউটার বাজারে আনছে। এটি পেনড্রাইভ সদৃশ একটি স্টিক বা ছোট্ট লাঠির মত। যেকোনো ডিস্লেতে ইউএসবির মাধ্যমে সংযোগ দিলেই এই পণ্যটি হয়ে উঠবে স্বাভাবিক ডেস্কটপ বা ল্যাপটপ। এতে সব ধরনের কাজ করা যাবে। গুগল ও আসুসের যৌথ উদ্যোগে তৈরি এই কম্পিউটারের নাম দেয়া হয়েছে ‘ক্রোমবিট’।

 

chakমঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ে গুগল জানায়, ক্রোম অপারেটিং সিস্টেম নির্ভর ‘ক্রোমবিট’ নামের পণ্যটি বাজারে আসবে চলতি বছরের মাঝামাঝিতে। ক্যান্ডিবারের চেয়ে আকারে ছোট ‘ক্রোমবিট’র মূল্য ৮,০০০ (১০০ ডলার) টাকার কম হবে বলেও জানায় গুগল।

প্রতিষ্ঠানটি বলছে, যেকোনো ডিসপ্লেতে প্লাগইন করলেই বস্তুটি ডেক্সটপ বা ল্যাপটপের মতো কাজ করতে পারবে। সম্পূর্ণ আপডেট ভার্সনের এ ক্রোমবুক শিক্ষার্থী, ব্যবসায়ী সবার প্রয়োজন মেটাবে।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, ক্রোমবিটে কি-বোর্ড সংযুক্ত করা যাবে। এটি টেলিভিশনেও যুক্ত করে কাজ করা যাবে। দাম পড়বে বাংলাদেশি টাকায় ৮০০০ (কম-বেশি ১০০ ডলার) টাকারও কম।

You may also like

Leave a Comment