Home রেসিপি চিংড়ি বড়া

চিংড়ি বড়া

by shamim ahmed

রমজানে ইফতার এর টেবিলে নানা রকম বড়া থাকে। এই রমজানে ইফতার এর জন্য নানা ধরনের বড়ার রেসিপি দিয়েছেন দিলরুবা বেগম ফ্যান্সি

উপকরণ :

  • ছোট চিংড়ি ১ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • মরিচ কুচি ১ টেবিল চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • টেস্টিং সল্ট ১ চামচের চার ভাগের এক ভাগ
  • গোলমরিচ গুঁড়া আধা চামচ
  • লবণ স্বাদমতো
  • কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • ডিম ১টির অর্ধেক
  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
  • তেল ভাজার জন্য
  • চিনি আধা চা চামচ
  • আদা ও রসুন বাটা ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন
চিংড়ির মাথা ফেলে ভালো করে ধুয়ে সয়া সস ও লবণ দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখুন। সব উপকরণ মিশিয়ে বড়া বানান।

গরম তেলে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।

You may also like

Leave a Comment