টুইটারে খেলা যাবে ক্লাসিক গেমস!

image_217583.1155238
টুইটারে খেলা যাবে ক্লাসিক গেমস

ক্লাসিক গেমসের ভক্তদের জন্য সুখবর। এসব গেমস এখন থেকে মাইক্রোব্লগিং সাইটের প্ল্যাটফর্ম ব্যবহার করে খেলা যাবে এবং পাশাপাশি খেলার বিস্তারিত শেয়ার করা যাবে। বর্তমানে অবশ্য শুধু এমএস-ডস-ভিত্তিক গেমসগুলোই খেলার ব্যবস্থা করেছে টুইটার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই।

খেলার জন্য অনলাইনে আর্কাইভ ডট অর্গ ওয়েবসাইট থেকে গেমস পছন্দ করে তার লিংক টুইটারে পেস্ট করতে হবে। এরপর টু্ইটারেইগেমস খেলা যাবে এবং তা শেয়ার করা যাবে।

সম্প্রতি এমএস-ডসভিত্তিক প্রায় ২৪০০ গেমস টুইটার তাদের ইন্টারনেট আর্কাইভে যোগ করেছে। এ গেমসগুলো ব্যবহারকারীদের ব্রাউজারের পৃষ্ঠাতেই খেলা যাবে। টুইটার শীঘ্রই সব এমএস-ডসভিত্তিক গেমস খেলার ব্যবস্থা করবে বলে আশা করছে।

খেলার পাশাপাশি এ গেমসগুলো বিষয়ে টুইট ও গেমসের ভেতরের ওয়েবপেজ টুইট করতে পারবেন।

Leave a Reply