0
ডিমের চাট
উপকরণ :
- ডিম ৩টি
- মুরগির মাংস ১ কাপ
- মাঝারি টমেটো ২টি
- আলু সিদ্ধ ২টি
- পেঁয়াজ কুচি ২টি
- কাঁচামরিচ কুচি ৪টি
- জিরা গুঁড়া ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া আধা চা চামচ
- আমচুর ১ চা চামচ
- চাট মসলা ১ চা চামচ
- লেবুর রস ১ চা চামচ
- ধনেপাতা কুচি ২ চা চামচ
- লবণ স্বাদমতো
- চিনাবাদাম অল্প
যেভাবে তৈরি করবেন
ডিম ও আলু সিদ্ধ করে নিন। মাংস ছোট টুকরা করে লবণ দিয়ে সিদ্ধ করুন। আলু, টমেটো, পেঁয়াজ ও মুরগির মাংস একসঙ্গে মেশান। কাঁচামরিচ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আমচুর, চিনাবাদাম ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন। ডিম টুকরা করে ওপরে সাজিয়ে চাট মসলা ছিটিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।