ত্বক থেকেই তৈরি হবে শুক্রাণু ও ডিম্বাণু

সাম্প্রতিক এক গবেষণার আলোকে আশার আলো দেখছেন সন্তানহীন দম্পতিরা। যারা সন্তান ধারণের জন্য প্রয়োজনীয় শুক্রাণু কিংবা ডিম্বাণু তৈরি করতে অক্ষম তাদের জন্য বিকল্প পদ্ধতি উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

শুক্রাণু কিংবা ডিম্বাণু যারা উৎপাদন করতে পারেন না, তাদের ত্বকের কোষের সাহায্যেই তৈরি হবে এ শুক্রাণু কিংবা ডিম্বাণু।
গবেষকরা মানুষের ত্বকের সেলগুলো নিয়ে গবেষণাগারে তা ‘প্রিমর্ডিয়াল জার্ম সেল’-এ রূপান্তর করেন।
গবেষকদের একজন ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের প্রফেসর আজিম সুরানি। তিনি বলেন, এ গবেষণার মাধ্যমে মানুষের সেলের পরিবর্তন বিষয়ে অধিকরতর জানা সম্ভব হবে। এ ছাড়াও গবেষণাটির মাধ্যমে মানবদেহের বুড়িয়ে যাওয়া ও ক্যান্সারের জন্য দায়ী উপাদানও নির্ণয় করা সম্ভব হবে।

Leave a Reply