Home রূপচর্চা ত্বক ফর্সা করুন হাতে তৈরি নাইট ক্রিম দ্বারা

ত্বক ফর্সা করুন হাতে তৈরি নাইট ক্রিম দ্বারা

by shamim ahmed
শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হল মুখের ত্বক। সেই ত্বকে রাসায়নিক উপাদান ব্যবহার যত কম করা যায় ততই মঙ্গল। আর তাই রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের জুড়ি নেই। ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ, হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনাসহ দীপ্তিময় মসৃণ ত্বকের জন্য প্রাকৃতিক নাইট ক্রিম হতে পারে একমাত্র ভরসা। আসুন শিখে নেয়া যাক সাধারণ কিছু উপকরণ দিয়ে স্পর্শকাতর ত্বকের জন্য কিভাবে চমৎকার একটা নাইট ক্রিম বানানো যায়!

নাইট ক্রিমযা যা লাগবে

একটা তাজা আপেল,

আধা কাপ জলপাই তেল,

আধা কাপ গোলাপ জল।

যেভাবে করবেন

আপেলের বীজ এবং ভেতরের অংশ বাদে বাকি অংশটি কুচি করে কাটতে হবে। এবার গোলাপ জল ও অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিন, যাতে ঘন একটা পেস্টের মত হয়। একটা বড় পাত্রে পানি গরম করে ফুটাতে থাকুন। পানির মধ্যে আরেকটি পাত্রে রেখে এই মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। একটা পরিষ্কার কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন।

উপকারিতা

* কাঁচা আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, যা ত্বককে কোমল এবং টানটান করে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া কমায়।

* জলপাই তেল ময়েশচারাইজারের কাজ করে। খুব শুষ্ক ত্বককেও সজীব করে তোলে। ত্বকের ক্ষতি মেরামত ত্বরান্বিত করে।

* গোলাপ জল টোনারের কাজ করে। সারাদিন ত্বকে জমে থাকা ময়লা দূর করে। ত্বকের রোমকূপ খুলে দেয়। ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগসহ রোদে পোড়া ভাব কমায়।

You may also like

Leave a Comment