4
উপকরণ
- পানি ৩ কাপ
- দারুচিনি ১স্টিক
- আনারসের জ্যুস ৩ কাপ
- লেবুর রস ১/৪ কাপ
- দারুচিনি সাজানোর জন্য
প্রণালী
পানিতে দারুচিনি দিয়ে পুরো আচে সিদ্ধ করুন। এবার আচ কমিয়ে কিছু ক্ষন আংশিক ঢেকে রাখুন। এখন ঠান্ডা হলে আনারসের জ্যুস ও লেবুর রস মেশান। এবার ফ্রীজে ঠান্ডা করে ছবির মতো সাজিয়ে পরিবেশন করুন।