Home রেসিপি দারুচিনি ফ্লেভার এ আনারসের জ্যুস

দারুচিনি ফ্লেভার এ আনারসের জ্যুস

by shamim ahmed
দারুচিনি ফ্লেভার এ আনারসের জ্যুসঃ এটি একটি শ্রীলঙ্কান রেসিপি। এই রমজানের ইফতারের জন্য এটি খুব ভালো একটি পানীয়। এতে যদারুচিনির ঔষুধি গুন রয়েছে, সাথে আনারসের পুষ্টি। আজকে বানিয়ে পরিবেশন করুন আর আমাদের জানান আপনার মন্তব্য।

উপকরণ

  • পানি ৩ কাপ
  • দারুচিনি ১স্টিক
  • আনারসের জ্যুস ৩ কাপ
  • লেবুর রস ১/৪ কাপ
  • দারুচিনি সাজানোর জন্য

প্রণালী
পানিতে দারুচিনি দিয়ে পুরো আচে সিদ্ধ করুন। এবার আচ কমিয়ে কিছু ক্ষন আংশিক ঢেকে রাখুন। এখন ঠান্ডা হলে আনারসের জ্যুস ও লেবুর রস মেশান। এবার ফ্রীজে ঠান্ডা করে ছবির মতো সাজিয়ে পরিবেশন করুন।

You may also like

Leave a Comment