গুগলের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ‘ললিপপ’ প্রকাশ করা হয়েছে বুধবার। গুগল নেক্সাসের বেশ কয়েকটি নতুন মোবাইল ও ট্যাবলেটে এ নতুন সংস্করণ প্রকাশ করা হয়।
এর অপরেটিং সিস্টেম ৫.০। গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে এবং অ্যাপলের সঙ্গে পাল্লা দিতেই মূলত গুগল বাজারে আনল ললিপপ।
জানা গেছে, সব ধরনের ডিভাইসে ব্যবহারযোগ্য হবে ললিপপ।