ফ্রিল্যাসিং প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী? কাজে দক্ষতা নেই বা আছে, শুধু একটু গাইডলাইন দরকার? যোগদিন আমাদের এই সপ্তাহের ফ্রিল্যান্স আউটসোর্সিং-এ ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত কর্মশালাটিতে! ফ্রি ওয়ার্কশপ। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর আদ্যপান্ত সব কিছুই থাকছে এই কর্মশালায়। কিভাবে ফ্রিল্যান্সিং এ নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করবেন তার দিক নির্দেশনা তো আছেই।
বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন, ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং সহ আরো অনেক কাজ। এখন উত্তরাতে আছে বিশ্ব মানের আই টি ইন্সটিটিউট ।
কর্মশালায় যেসব বিষয় গুলো উঠে আসবে:
►১। ফ্রিল্যান্সিং কী ?,
২। কেন ফ্রিল্যান্সিং করবেন?,
৩। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কী ?,
৪। কত ভাবে একজন ওয়েব ডিজাইনার উপার্জন করেন ?,
৫। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?,
৬। এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে; যাতে করে আপনি আপনার জন্য উপযুক্ত একটি কাজ নির্ধারণ করতে পারেন ও ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান?,
৭। ফ্রিল্যান্সিং করার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন?,
৮। কাজগুলো শিখবেন কিভাবে ?,
৯| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
১০। সঠিক ভাবে বিড করার কৌশল,
১১। হাতে কলমে oDesk.com , freelancer.com , fiverr.com ও Elance.com এর বিভিন্ন অংশের পরিচিতি ও ব্যাবহার,
১২। কিভাবে আপনার অর্জিত টাকা দেশে আনবেন।
►১। ওয়ার্ডপ্রেস কি?,
২। বর্তমান মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন?,
৩। ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন ।
৪| ওয়ার্ডপ্রেস মেইন্টেনেন্স