Home টিউটোরিয়াল বাছাই করা লোডিং এফেক্ট এনিমেশন

বাছাই করা লোডিং এফেক্ট এনিমেশন

by shamim ahmed

আপনি যদি ব্লগার বেবহার করেন তাহলে, কিভাবে এড করবেন , টা আমি এখন জানাচ্ছি। সবগুলা কোড একি ভাবে জদ করবেন।

কোড গুলা আপনার ব্লগ এ যোগ করার  অনেক উপায় আছে ।

আপনি আমার আগের ২টা পোস্ট দেখতে পারেন, আপনার কাজে আশ্তে পারে,

নিয়ে নিন অসাধারণ 8 টি CSS3 & HTML মেনু আপনার ওয়েবসাইট এর জন্য !!!

নিয়ে নিন অসাধারণ ২টী সার্চ বক্স আপনার ব্লগার বা ওয়েবসাইট এর জন্য !!!

তাহলে সুরু করা জাক আল্লাহর নাম নিয়ে।

আপনি আপনার ব্লগ এত যেইখানে আই ANIMATION গুলা এড করতে চান অইখানে HTML/JAVASCRIPT এ সব কোড পাস্তে করে সেভ করতে পারেন।

আপনি আমার দাওয়া লিঙ্কে গেলে ২টা কোড পাবেন HTML ও css

তারপর অইগুলাকে নিছের মত সাজিয়ে আপনার ব্লগ এ এড করুন,

<STYLE>

CSS CODES HERE

</STYLE>

HTML CODES HERE

ডেমো এবং কোড এর জন্য এইখানে ক্লিক করুন। 

 

Wave Loading Effects/ Animations

২ ডেমো এবং কোড এর জন্য এইখানে ক্লিক করুন। 

Spinning Loading Effects css3

 ৩,৪,৫, কোড এর জন্য এইখানে ক্লিক করুন। 

ডেমো এইখানে 

CSS3 Loading Animation

৬, ডেমো এবং কোড এর জন্য এইখানে ক্লিক করুন। 

You may also like

Leave a Comment