ভিডিও এডিটিং সফটওয়্যার CyberLink PowerDirector 13 Ultimate .

আপনারা হয়ত এর নাম আগেও শুনে থাকবেন । এ সফটওয়্যার গোল্ড অ্যাওয়ার্ড উইনারও পেয়েছে । যাই হোক, সফটওয়্যারটির নাম CyberLink PowerDirector 13 Ultimate. আমি আপনাদের সামনে সফটওয়্যারটির কিছু সুবিধা,

সফটওয়্যারটি ব্যবহার কিছু সুবিধা:

* এটি দিয়ে আপনি ছবি এবং ভিডিও উভয়ই ইমপোর্ট করতে পারবেন ।

* আফটার ইফেক্টের মত এটি দিয়েও ভিডিও রিসাইজ করতে পারবেন এবং ভিডিওর সাইজ ছোট বড় করতে পারবেন, ভিডিওর উপরে বা নিচে ছবি ব্যবহার করতে পারবেন ।

* টেক্সট এর জন্য কতগুলো রেডিমেট টেমপ্লেট ব্যবহার করতে পারবেন ।

* ভিডিও বা ছবির মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন ।

* রেডিমেট পার্টিকেল ব্যবহার করতে পারবেন ।

* ভিডিওকে রিসাইজ করে 3D ডিজাইনের লুকআপ দিতে পারবেন, ভিডিওতে Reflection দিতে পারবেন, Blur, Opacity, Shadow, Border, Fades, 3D Setting ইত্যাদি চেঞ্জ করতে পারবেন ।

* এছাড়া কতগুলো 2D এবং 3D ট্রাঞ্জিশন পাবেন ।

* এছাড়া ক্যামেরা ব্যবহার করে ভিডিও ব্যবহার করতে পারবেন, অডিও রেকর্ড এবং অডিও ইফেক্ট দিতে পারবেন ।

* আর সবচেয়ে মজার ব্যাপার হল, আপনি এ সফটওয়্যারের জন্য আপনি তাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন ।

 

 

Leave a Reply