
যা যা লাগবে
৩ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ রসুন কুচি
২ টেবিল চামচ পিয়াজ কুচি
৩ কাপ মাশরুম কুচি
২ টেবিল চামচ ময়দা
২ টি মাঝারি আলু সিদ্ধ করে কিউব করা
২ কাপ বিফ স্টক
১ কাপ ভেজিটেব ল স্টক
১ টেবিল চামচ ওরকেস্টারসাইন সস
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি
লবণ স্বাদ অনুযায়ী
১ টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
গরুর মাংস আদা-রসুন-লবণ দিয়ে সিদ্ধ করে কুচি করা ২ কাপ
প্রনালী
প্যানে তেল গরম করে রসুন ও পিঁয়াজ কুচি বাদামী করে ভেজে তাতে বিফ ও মাশরুম দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে।
-এবার তাতে সস, লবণ ও গোল মরিচ দিয়ে ১ মিনিট রান্না করতে হবে।
-এবার এগুলো আলাদা বাটিতে রেখে আবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা ভেজে নিতে হবে অল্প আঁচে।
-এবার স্টক দিয়ে ২ মিনিট রান্না করে তাতে আলু কুচি ও বাটি তে রাখা বিফ মাশরুম গুলি দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে।
-নামানোর আগে ধনিয়া পাতা কুচি ও ক্রিম ছড়িয়ে নামাতে হবে এবং পরিবেশন এর সময় আবারো ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে হবে।