‘মাদুলি’র উদ্যোগে ৬ মার্চ ২০১৫, শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘স্বতন্ত্রপাঠ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটিতে ৬টি বইয়ের আলোচনা ও দ্বিতীয় দশকের ১৬জন কবির কবিতাপাঠ হবে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক ও গবেষক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাঈদ মাসুদ।
আলোচ্য বইয়ের মধ্যে থাকছে- ওবায়েদ আকাশের দীর্ঘ কবিতার বই ‘ঘুঙুর ছড়ানো ঘুম’, মোজাফ্ফর হোসেনের প্রবন্ধ-আলোচনার বই ‘বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ’, রঞ্জনা বিশ্বাসের গবেষণামূলক বই ‘বাংলাদেশের বেদে জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়’ এবং অব্যয় অনিন্দ্যের গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’। বইগুলো নিয়ে আলোচনা করবেন যথাক্রমে কামরুল ইসলাম, ভীষ্মদেব চৌধুরী, শোবাইব জিবরান, মাসুদুজ্জামান, রফিকউল্লাহ খান, ফজলুল আলম।
দ্বিতীয় দশকের ১৬ কবির কবিতা পাঠে থাকছে- অপু মেহেদী, অরবিন্দ চক্রবর্তী, আরিফ শামসুল, কানিজ মাহমুদ, গিরিশ গৈরিক, জিয়াবুল ইবন, মহিম সন্ন্যাসী, রাসেল আহমেদ, লেবিসন স্কু, শিমুল জাবালি, সাদী এজাজ, সিপাহী রেজা, সুদেব চক্রবর্তী, সুবর্ণা গোস্বামী ও হাসনাইন হীরা।