1
উপকরণ :
- টকদই ১ কাপ
- লেবুর রস ২ টেবিল চামচ
- ঠাণ্ডা পানি ১ কাপ
- পুদিনাপাতা ২ টেবিল চামচ
- ধনেপাতা ২ টেবিল চামচ
- থানকুনিপাতা ২ টেবিল চামচ
- মধু ৪ টেবিল চামচ
- গোলমরিচ ৩টি
- লবণ স্বাদ অনুযায়ী
- চিনি স্বাদমতো
- বরফকুচি আধা কাপ
যেভাবে তৈরি করবেন
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।