Home রেসিপি মিক্সড হার্বস ড্রিংকস

মিক্সড হার্বস ড্রিংকস

by shamim ahmed
এই রোজায় প্রতিদিনের ইফতারে হরেক রকম ভাজা পোড়ার সাথে চাই স্বাস্থ্যকর কিছু। প্রচন্ড গরম ও রোজার কথা মাথায় রেখে এই রেসিপি নির্বাচন করা হয়েছে। বিভিন্নন রকম ভেষজ উপাদান দিয়ে বানানো এই শরবত আপনাদের খুব ভালো লাগবে।

উপকরণ :

  • টকদই ১ কাপ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • ঠাণ্ডা পানি ১ কাপ
  • পুদিনাপাতা ২ টেবিল চামচ
  • ধনেপাতা ২ টেবিল চামচ
  • থানকুনিপাতা ২ টেবিল চামচ
  • মধু ৪ টেবিল চামচ
  • গোলমরিচ ৩টি
  • লবণ স্বাদ অনুযায়ী
  • চিনি স্বাদমতো
  • বরফকুচি আধা কাপ

যেভাবে তৈরি করবেন
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

You may also like

Leave a Comment