0
উপকরণ :
- পটোল ২৫০ গ্রাম
- আদা বাটা এক চা চামচ
- রসুন বাটা আধা চা চামচ
- পেঁয়াজ বাটা এক চা চামচ
- কাঁচামরিচ বাটা এক চা চামচ
- লেবুর রস দুই টেবিল চামচ
- তেল আধা কাপ
- চিনি একটু
- লবণ স্বাদমতো
- হলুদ প্রয়োজনমতো
প্রণালি : পটোল ছিলে কেঁচে নিন। লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে হালকা করে ভেজে নিন। সব বাটা মসলা তেলে দিয়ে কষিয়ে তাতে পটোল দিন। লবণ ও অল্প পানি দিন। পানি শুকিয়ে তেল বের হলে লেবুর রস, চিনি দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রেখে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন।