ইন্টারনেটের এই যুগে আমরা হয়তো ইন্টারনেট সম্পর্কিত অনেক জটিল জটিল ব্যাপার জানি এবং বুঝি। কিন্তু কিছু সহজ ও মজাদার ট্রিকস হয়তো আমরা অনেকেই জানিনা বা কখনো খেয়াল করিনি।
আজ আমরা কিছু সহজ ও মজাদার ৬টি ইন্টারনেট ট্রিকস আপনাদের দেখাবো।
ট্রিকস ১ঃ আপনার সর্বশেষ ব্যবহার করা ট্যাব ওপেন করতে ‘Ctrl+Shift+T’ চাপুন। দেখুন আপনার লাস্ট ওপেন করা ট্যাবটি আসবে।
ট্রিকস ২ঃ url বারে যেকোনো লেখায় ‘.COM’ লিখতে ‘Ctrl+Enter’ চাপুন।
ট্রিকস ৩ঃ যেকোনো লিংক একটি নতুন ট্যাবে ওপেন করতে চাইলে ‘Ctrl’ চেপে লিংকটিতে ক্লিক করুন।
ট্রিকস ৪ঃ আপনার ব্রাউজারকে নোট প্যাডে পরিণত করতে নিচের কোডটি কপি করে URLবারে পেস্ট করুন। এখন দেখুন একটি নোটপ্যাড পেজ আসবে যার মধ্যে আপনি লিখতে পারবেন।
data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title>
ট্রিকস ৫ঃ ব্রাউজারকে নোটপ্যাডে পরিণত করার একই কাজ করতে পারবেন নাইটমুডের জন্য, আর এর জন্য আপনাকে নিচের কোডটি কপি করে URL বারে পেস্ট করতে হবে।
data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">
ট্রিকস ৬ঃ গোপনে ব্রাউজিং করতে চাইলে Incognito ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারেন কেননা এটা আপনার ব্রাউজারের হিস্ট্রিতে দেখা যাবেনা। Incognito ব্রাউজার ওপেন করতে ‘Ctrl+Shift+N’ চাপুন। এটি অপেরাতেও কাজ করে তবে ফায়ারফক্সের ক্ষেত্রে “Ctrl/Command + Shift + P” চাপুন