এক মিনিটেই ঠাণ্ডা ঠাণ্ডা আঙুর জুস

Grape juiceপ্রকৃতিতে চলে এসেছে ঘাম ঝরানো গরম। এই গরমে বাইরে বের হলেই শরীরে ভর করে রাজ্যের অবসাদ। সামান্য খেলা করলে দূর্বল হয়ে পড়ে দুরন্ত শিশুটিও। অথচ বৈরি এ আবহাওয়াতেও নিজেকে সহ পরিবারের সবাইকে চাঙ্গা রাখতে দারুন কার্যকর ঠাণ্ডা একগ্লাস আঙুর জুস। আসুন শিখে নেয়া যাক এক মিনিটেই সুস্বাদু জুসটি তৈরির যাদু।

যা যা লাগবে

আঙুর ২৫০ গ্রাম, চিনি পরিমাণমতো, পানি দুই কাপ, টমেটো জুস দুই টেবিল চামচ, বিট লবণ বিট লবণ স্বাদমতো, গোল মরিচের গুড়া সামান্য, জাফরান সামান্য, বরফ টুকরো সামান্য।

যেভাবে করবেন

বরফ টুকরো বাদে আর পানি বাদে সব কিছু একসঙ্গে এক মিনিট ব্লেন্ড করুন। এবার একটি পরিষ্কার পাত্রে ঢেলে পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার সুদৃশ্য কোনো জুসের গ্লাসে ঢেলে দুয়েক টুকরো বরফ ছেড়ে পরিবেশন করুন। একগ্লাস আঙুর জুসের স্বাদের সঙ্গে মিটিয়ে নিন গরমের পুরো ক্লান্তি।

Leave a Reply