বর্তমান যুগে ব্লগে কিংবা সামাজিক যোগাযোগ সাইটে মত প্রকাশ করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং দিন দিন এটা বেড়েই চলেছে । কিন্তু সব যায়গায় যেমনি সবকিছু লিখা যায় না , আবার কোথাও লিখা যায় পাশাপাশি কিছু শিখা যায় না । লিখুন হচ্ছে সব চাইতে ব্যতিক্রম একটি ব্লগ যেখানে আপনি আপনার ব্যাক্তিগত যেই কোন মতামত যেমন লিখতে পারবেন তেমনি অন্যের লিখা পড়ে নতুন কিছু শিখতেও পারবেন । লিখুনে আপনি আপনার মনের যেই কোন চিন্তা ভাবনা লিখতে পারেন তবে কিছুটা নিয়ম রক্ষা করে নিয়ম দেখতে ক্লিক করুন । আপনি চাইলে আপনার ওয়েবসাইট লিঙ্ক কিংবা ব্যবসার কথাও লিখতে পারেন পেয়ে যাবেন ভিজিটর । আপনার ওয়েব সাইটের লিংক শেয়ার করতে পারেন । লিখুনে পোস্ট রিভিউ করা হয় না তাই আপনার লিখা মতামত অবশ্যই প্রকাশ হবে সাথে সাথেই । আপনি যদিও কোথাও কিছু পড়ে যদি মনে করেন যে এটা অন্যের জানা দরকার তাহলে লিখুনই হচ্ছে আপনার জন্য সেরা ব্লগ । শেয়ার করুন আপনার মতামত , শিক্ষনীয় পোস্ট, আইডিয়া ইত্যাদি । আমাদের উদ্দেশ্য খুবই ছোট আর একটি আর সেটা হলো “জানতে হলে পড়ুন আর শিক্ষাতে হলে লিখুন” ।