Pendriveদিয়েWindows7 ইন্সটল করুন কনো Software ছাড়া ….?

আজ আপনাদের শিখাবো কিভাবে software ছাড়া windows 7 instal  (Pen drive এর মাধমে ) করা যায় । খুব সহজে এ কাজ টি করা যায় । এজন্য একটি 8GB

Pendrive এর প্রয়োজন হবে । কেননা win7 install বাদে file size ৩.৭ গিগা মত । প্রথমে USB তে pendrive সংযোগ করুন ,এরপর আপনি RUN open ( win+R)করুন  এবং cmd লিখুন এতে command promot ওপেন হবে । ভয় পেয়েন না এটা কোন দক্ষতা ছাড়া করা যায় । command promot ওপেন হওয়ার পর লিখুন

Diskpart ( Disk partition open হবে ) এরপর লিখুন

List disk (Disk এর তালিকা দেখাবে )   এরপর লিখুন

Select disk 1 ( এক্ষেত্রে এখানে দুটি Disk দেখাবে ) এরপর লিখুন

Clean ( এক্ষেত্রে Disk পরিষ্কার করবে ) এরপর লিখুন

Create partition primary ( primary partition create করবে  ) এরপর লিখুন

Format recommended ( pendrive Format করবে ) এরপর লিখুন

Active ( primary partition on করবে )

Exit ( programme বন্ধ হবে )

এবার আপনি win 7 এর Disk / Hardisk এ রাখা win 7  file সব কপি করে pendrive এ পেস্ট করুন । ব্যাস কাজ শেষ । এখন আপনি Restart করুন এবংBoot এর সময় দেখিয়ে দিন USB drive দেখুন ইন্সটল হওয়া শুরু হবে । Boot menu সাধারণত Delete/ F10/ F12 motherboard অনুসারে open হয় ।

সুবিধা :

* Disk এর থেকে কিছুটা দ্রুত ইন্সটল হয় ।

* Windows Server 2008 & Windows Server 2008 R2 ইন্সটল করা যায়

* Windows Vista ইন্সটল করা যায়

Leave a Reply