লিখুন ব্লগটি আপনাদের জন্যই , সবকিছুর যেমনি কিছু নিয়ম থাকে , লিখুনেরও আছে কিছু নিয়ম, নিয়ম গুলো পড়ে কিছু করলে আশা করি কারো কোন ক্ষতি সাধন হবে না । এ্যাডমিন হিসেবে আমাদের যেমন কিছু দায়বদ্ধা তা আছে ঠিক আপনাদেরও আছে তেমনি কিছু দায়বদ্ধাতা । আশা করি নিয়ম গুলো বেশী কিছুই না

  • যেহেতু লিখুনের কোন পোস্ট এ্যাডমিন দ্বারা পরীক্ষা করা হয় না অটোমেটিক প্রকাশ করা হয় সেহেতু ইউজারদের যেকোন পোস্টের জন্য এই পেজের এ্যাডমিন দায়ী নয় ।
  • কেউ যদি কারো বই থেকে লিখা লিখতে চান অবশ্যই বইয়ের লেখকের পূর্ব অনুমতি নিতে হবে , অন্যথায় কোন পোস্টের বিরুদ্ধে যদি কেউ রিপোট করে তাহলে সেই পোস্ট মুছে ফেলা হবে ।
  • রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ কিছু লিখবেন না , এইরকম কিছু পাওয়া গেলে এ্যাডমিন কোনভাবে দায়ী থাকবেন না, আর সেই পোস্ট মুছে ফেলা হবে ।
  • পর্ণ-গ্রাফী  কোন পোস্ট দেওয়া যাবে না , এমন কিছু দেওয়া হলে পোস্টের সাথে সাথে ইউজার কেউ ব্যান করা হবে ।
  • প্রতিটি পোস্টের সাথে সাথে ছবি যোগ করুন এতে আপনার পোস্টটি অন্যের কাছে আরো যথাপোযুক্ত মনে হবে ।
  • নোংরা কোন কথা লিখবেন না ।
  • কারো কোন পোস্ট যদি আপনার কাছে ভালো না লাগে তাঁকে কোনভাবেই আক্রমণ করা যাবে না কমেন্ট করে, হয়তো এই পোস্ট অন্য কারো কাছে ভালো লাগতে পারে, আপনি এর চেয়ে ভালো কিছু লিখার চেষ্টা করুন , এতে করে সবার উপকার হবে । কোনভাবেই কাউকে আক্রমণ করে কাউকে কষ্ট দেওয়া যাবে না ।
  • র্ধম নিয়ে কোন বাড়াবাড়ি করা যাবে না । র্ধমীয় পোস্ট করুন তবে সেটা যেন অন্য কোন র্ধমীয় ভাই কিংবা বোনকে কষ্ট না দেয় । এমন হলে পোস্ট মুছে ফেলা হবে ।
  • মিথ্যা কোন কিছু লিখে মানুষকে ধবংসের দিকে ফেলে না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
  • লিখুনের পোস্ট অবশ্যই বাংলাতে লিখতে হবে , ইংরেজীতে কোন পোস্ট দেওয়া যাবে না ।
  • লিখুনের এ্যাডমিন যেই কোন পোস্ট মুছে ফেলার অধিকার রাখে ।