এইচপি ল্যাপটপ এর BOOT Device পাউয়া যাচ্ছে না ? কি করা ! চলুন দেখি !!

হার্ড ওয়ার সম্পর্কিত একটা টিউন ।

গত কয়েক দিন আগে এইচপি ল্যাপটপ এ একটা প্রবলেম ফেইস করছিলাম “

Boot device not found

please install an operating system in your hard disk

hard disk (3FO)

এখন বলি এই ধরনের সমস্যায় পরলে কিভাবে সমাধান করতে হবে

আটা সমাধান করার জন্য ২ টা ধাপে কাজ করতে হবে।

প্রথম ধাপঃ

-প্রথমে আপনার ল্যাপটপ off করুন।

-এবার ব্যাটারি খোলে হার্ডডিস্ক পর্যন্ত  পৌছাতে হবে।

-এখন দেখুন আপনার হার্ডডিস্ক একটা পোর্ট এর সাথে লাগানো আছে । এটাকে খুলুন ।

-কোন কোন ল্যাপটপ এ দুইটা পোর্ট থাকে ।আপনার ল্যাপটপ এ যদি ২ টা থাকে তাহলে প্রথমে যেটায় লাগানো ছিল ওটা থাকে খোলে পাশেরটাই লাগান।আর যদি ১ টা থাকে তাহলে প্রথমে খোলে আবার লাগান ।

(সাবধান অন্য কোন কিছুতে হাত দিবেন না)

দ্বিতীয় ধাপঃ

-এবার ব্যাটারি লাগিয়ে  কম্পিউটার অন করুণ ।

-এখন windows আর যেকোনো ভার্সন আর CD insert করে restart দিন ।

– এবার Esc বাটন press করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না

F1…………

F2…………..

F9…………..

F10 Bios setup

F11…….

এই রখম একটা উইন্ডো না আসে

-এখন F10 press করে Bios set up এ যান । আখান থেকে system => boot option=>boot order এই পথে যান

এখান থাকে boot order select  করুণ

মানে প্রথমে internal CD/DVD drive রাখুন

এবার F10 Press করে save করুণ

-এখন আবার esc press করতে থাকুন যতক্ষণ না নিচের লাইন টা আসে

press any key to boot from the CD/DVD

আপনার কাজ হয়ে গেছে………

আবার আপনি Windows install দেওয়ার মত করে windows দেন .

আমি অভিজ্ঞ কেউ নই তাই ভুল হবে এটাই স্বাভাবিক ।অভিজ্ঞদের  চোখে ভুল ধরা পরলে প্লিস comment করে জানাবেন

Leave a Reply