Home রেসিপি এলাচ কফি !!

এলাচ কফি !!

by kanak
এলাচ কফি

এলাচ কফি !!

সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছেই। এই ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় এলাচ দেয়া গরম ধোঁয়া ওঠা কফি মানেই ক্লান্তি দূর।

উপকরণ-
1. কফি বিন
2. ছোট এলাচ- প্রতি কাপের জন্য ১টা
3. লবণ
4. দুধ
5. চিনি

প্রস্তুত প্রণালী-
এসপ্রেসো কফি মেশিনে কফি ভেজান। এর মধ্যে এলাচ গুঁড়ো ও লবণ দিন। দুধ দিয়ে এসপ্রেসো কফি বানিয়ে নিন। প্রয়োজন মতো চিনি দিয়ে নিন।

You may also like

Leave a Comment