কেবল মানুষই শুধু মজা করবে তা নয়। কেননা গুগলও কিন্তু মজা করা থেকে বিরত থাকেনা। বরং সব সময়ই দেখা যায় গুরুত্বপূর্ণ দিনগুলতে গুগলের আগমন ঘটে একটু ভিন্নভাবে। এছাড়া ওয়েব দুনিয়ার কোন এক কোনে এই কোম্পানিটি আপনার জন্যে লুকিয়ে রেখেছে না না মজার সব আয়োজন যা আপনি দেখেননি এতদিন।
যদিও গুগল সার্চ হচ্ছে আপনার অজানা সব প্রশ্নের সমাধান কিন্তু অনেক সময় এই সার্চইঞ্জিনটি দারুণ মজার রূপে নিজেকে প্রকাশ করে।
আজ আমরা গুগলের দুটি মজার গেমস দেখাবো এটরি এবং প্যাকম্যান।
এটি হচ্ছে কাজের সময় খেলার সবচেয়ে সহজ উপায় যেখানে আপনি ভাব দেখাবেন আসলে আপনি শুধু একটা ছবি দেখছেন আর কিছু না। গুগল ইমেজ সার্চে গিয়ে “Atari breakout” লিখলেই নিজেকে খুঁজে পাবেন খেলার মাঝে।
প্যাকম্যান
২০১০ সালে প্যাকম্যানের ৩০তম বার্ষিকী স্মরণ করে এটি একটি গুগল ডুডল হিসাবে শুরু হয়। গুগল প্যাকম্যান খেলাটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
এই খেলাটি খেলতে গুগল সার্চে গিয়ে Pacman লিখলেই চলে আসবে প্যাকম্যান ডুডল এবং একটি ক্লিক করলেই শুরু হয়ে যাবে খেলা।