ড্রোন দিয়ে ইন্টারনেট!

ড্রোন দিয়ে ইন্টারনেট!

৯০ হাজার ফুট উঁচু থেকে লেজার বিমের সাহায্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম ড্রোন বা মানুষবিহীন উড়োজাহাজ তৈরি করেছে ফেইসবুক।

সৌরশক্তিতে চলতে সক্ষম ‘অ্যাকুইলা’ নামের এ ড্রোনের সাহায্যে ১৬ কিলোমিটার এলাকায় লেজার বিমের সাহায্যে ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব। ফেইসবুকের অ্যারোস্পেস টিমের নকশায় তৈরি ড্রোনটি পরীক্ষামূলকভাবে আকাশে ডানা মেলার প্রায় সব প্রস্তুতিও শেষ করেছে। জানিয়েছেন ফেইসবুকের গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট জে প্যারিখ।

বোয়িং-৭৩৭ উড়োজাহাজের ডানার মতো বিশাল ডানা সুবিধার ড্রোনটি আকাশে ভেসে থাকবে একটানা তিন মাস। বিশাল আকারের ড্রোনটির ওজনও বেশ কম। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে এসব ড্রোন কাজে লাগাবে ফেইসবুক।

Leave a Reply