মিডিয়া রিপোর্ট সত্যি হলে মেসেজিং সার্ভিস পরিষেবা প্রদানকারী ‘হোয়াটসঅ্যাপ’ আনতে যাচ্ছে ফ্রি ভয়েস কলিং। প্রায় ৬০ কোটি অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য যা সুখের খবর। সংস্থার সূত্রে জানানো হয়েছে, ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে কিছু নতুন পরিষেবা। যদিও কী সেই পরিষেবা তা এখনই বলছেন না কর্মকর্তারা।
ইন্টারনেটে ফাঁস হওয়া একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ‘রিসিভ কল’ বলে একটি নয়া অপশন আনছে। থাকছে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের অপশনও। অ্যাপসটির লেটেস্ট ভার্সনেই মিলবে এই সুবিধে। শুধু ভারতেই হোয়াটসঅ্যাপের অনুরাগী রয়েছেন প্রায় ৫ কোটি।