মাংসে নানা স্বাদ

মাংসে নানা স্বাদ:

ঝলসানো, ভাজা কিংবা গ্রেভি-মাংসে পাবেন নানা স্বাদ। দেখে নিন মাংসের নানারকম রেসিপি।

তন্দুরি মুরগি:

তন্দুরি মুরগি,ছবি: খালেদ সরকারউপকরণ: মুরগি মাঝারি ১টি, টক দই ৪ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, আদা বাটা দেড় চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, সরিষা বাটা ২ চা-চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: মুরগি চার টুকরা করে বা পছন্দমতো টুকরা করে মাংসের ওপর ছুরি দিয়ে দাগ কেটে নিন। ঘি, টকদই, লেবুর রস মিশিয়ে সস বানিয়ে নিন। এগুলো বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই-তিন ঘণ্টা রাখুন। এবার কাঠকয়লার আগুনে বা গ্রিলে দিয়ে দুই পিঠ ঝলসে নিন। মাঝেমধ্যে সস ব্রাশ করে দিন। পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
মাখন মুরগি
মাখন মুরগিউপকরণ: হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিউব করে কাটা ২ কাপ, আদার রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, গাজর কিউব করে কাটা ১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, টুথপিক প্রয়োজনমতো, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি: সব মসলা, সস ও লবণ দিয়ে মাংস মাখিয়ে এক ঘণ্টা রাখুন। টুথপিকে গাজর, মাংস, ক্যাপসিকাম গেঁথে নিন। চুলায় প্যানে মাখন গরম করে তাতে এগুলো ভেজে নিন। মাংসের রং সাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে।
সসের উপকরণ: মাখন ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, পানি আধা কাপ।

প্রণালি: মাখন গরম করে তাতে রসুন, আদা ভেজে নিন। তাতে সয়াসস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে টমেটো সসের সঙ্গে মিলিয়ে এতে দিয়ে দিন। ফুটে উঠলে পাত্রে ঢেলে নিন। এবার এর ওপরে মাখন-মুরগি রেখে সাজিয়ে পরিবেশন করুন।

মাটন মানচুরিয়ান
মাটন মানচুরিয়ানউপকরণ: হাড় ছাড়া খাসির মাংস আধা কেজি, সয়াসস ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ৪ টেবিল চামচ, অরিগেনো ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মাংস টুকরা করে সয়াসস মাখিয়ে দুই-তিন ঘণ্টা রেখে দিন। সব বাটা মসলা মেখে দুই ভাগ করে নিন। এক ভাগ মসলা মাংসে মেখে নিন। তাতে লবণ, স্বাদ লবণ, ২ টেবিল চামচ তেল, কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু মেখে ১ ঘণ্টা রেখে দিন। এবার চুলায় সামান্য তেল গরম করে তিন-চারটি করে মাংসের টুকরা ভেজে তুলুন। অন্য পাত্রে ৪ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ ভাজুন, নরম হয়ে এলে বাকি বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। এতে টমেটো সস, ১ টেবিল চামচ সয়াসস, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে আধা কাপ পানি দিন। পানি ফুটে উঠলে ভাজা মাংস দিয়ে দিন। ঝোল কমে এলে ১ টেবিল চামচ লেবুর রস, অরিগেনো, পাপরিকা দিয়ে নামিয়ে নিন।

আদানা কাবাব
আদানা কাবাবউপকরণ: গরু বা খাসির মাংসের কিমা ১ কেজি, পাউরুটি ৪ টুকরা, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রণালি: পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। মাংসের সঙ্গে বাকি উপকরণ ও পাউরুটি মাখিয়ে ১৬-২০ ভাগ করে নিন। তা দিয়ে গোলাকার চ্যাপটা কাবাব বানিয়ে নিন। নন স্টিক ফ্রাইপ্যানে অল্প তেলে আধা ভাজা করে গ্রিলারে গ্রিল করে পরিবেশন করুন।
মসলাদার চিকেন উইংস
মসলাদার চিকেন উইংসউপকরণ: (১) মুরগির পাখনা ১২-১৬টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ চা-চামচ, বাদাম বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মধু ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ মাংসে মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিন। এবার প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করে নিন।
উপকরণ: (২) হট টমেটো সস আধা কাপ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, রসুন কিমা ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।

প্রণালি: মাখন গরম করে তাতে রসুন, পেঁয়াজ লাল করে ভেজে বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে দিয়ে দিন। ফুটে উঠলে মাংসের ওপর ঢেলে পরিবেশন করুন।

তন্দুরি চিকেন নাগেট
তন্দুরি চিকেন নাগেটউপকরণ: চিকেন নাগেট ২০-২৫ টি, টমেটো সস ২ টেবিল চামচ, মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ছোট পেঁয়াজ ১৫-১৬টি, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ।
প্রণালি: চিকেন নাগেটের সঙ্গে সব উপকরণ মেখে নিন। নাগেটগুলো ছোট শিকে গেঁথে কয়লার আগুনে বা ওভেনে সেঁকে নিন।

Leave a Reply