মাত্র তিনটি উপাদানে চুলকে করুন ঝরঝরে মসৃণ

মাত্র তিনটি উপাদানে চুলকে করুন ঝরঝরে মসৃণ

ঝরঝরে মসৃণ চুল কে না চায়। কিন্তু তার জন্য যে সাধণাটা করতে হয় সেটা অনেকেই করতে চান না। এজন্য কাউকে দোষও দেয়া যায় না। কারণ এই ব্যস্ত জীবনধারায় আলাদা করে চুলের জন্য সময় বের করা আসলেই কঠিন। এজন্যই আমি সবসময় সহজ উপায় খুজি চুলের যত্ন নেয়ার জন্য। আজ যেই প্যাকটি দেখাব সেটিও একটি সহজ প্রোটিন প্যাক। আমাদের ঘরে থাকা মাত্র তিনটি সাধারণ জিনিস দিয়ে এই প্যাকটি বানানো যায়। আর ফলাফল অসাধারণ। আমারতো নিজের চুল থেকে হাতই সরাতে ইচ্ছা করে না।

উপকরণঃ

  • ডিমের কুসুম ১টা
  • টকদই ১ টেবিল চামচ
  • মধু ১ টেবিল চামচ

প্রণালীঃ

  • ডিমের কুসুম, টকদই আর মধু খুব ভাল করে মিশিয়ে নিতে হবে।
  • দেখুন কেমন সুন্দর চেহারা হয়েছে। দেখলেই খেতে ইচ্ছা করছে।
  • এই প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগাতে হবে। আধা ঘন্টা রাখতে হবে।
  • এরপর শ্যাম্পু ও কন্ডিশনার করতে হবে।

উপকারিতাঃ

  • ডিমের কুসুম প্রোটিনের খুব ভাল উৎস। আর আমরা সবাই জানি চুলের পুষ্টির জন্য সবচেয়ে দরকারি উপাদান হল প্রোটিন।
  • টকদই হল ড্রাই চুলের জন্য আশীর্বাদস্বরুপ। কারণ এটি একই সাথে প্রোটিন ও ময়ইশ্চারের উৎস।
  • আর মধু হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার। এটিও চুলকে অনেক আর্দ্রতা যোগায়।
  • আমি এই প্যাকটি মাসে দুইবার লাগাই। এটি খুব কার্যকরি প্যাক। ১৫ দিন পরপর দিলেই হবে।

Leave a Reply