মেডিকেল স্টুডেন্টদের জন্য এপস (৩)

মেডিকেল স্টুডেন্টদের জন্য এপস (৩)

সালাম জানিয়ে গতদিনের পর আজকের আয়োজন নিয়ে আবার হাজির হলাম।
মোবাইল কিংবা ট্যাবলেট থাকবে আর এপস থাকবে না,  তা কি কখনো হয়েছে না হতে পারে?
আর প্রসঙ্গ যখন মেডিকেলে পড়তে থাকা অসহায় ছেলেরা তখন এপস ছাড়া চলবেই না।  গাইটন হতে ডেভিডসন, যেমন আছে কাগজের বই তেমনই আছে পিডিএফ, আছে ভিডিও টিউটোরিয়াল। আছে এপস, আছে ওষুধপত্রের বংশপরিচয় মনে রাখার সহজ উপায়। আপনি যদি মেডিকেল রিলেটেড কেউ হয়ে থাকেন তবে আপনিও চাইবেন নিয়মিতভাবে এখান থেকে প্রয়োজনীয় সব এপস সংগ্রহ করতে।
বই হতে ভিডিও, এপস হতে সফটওয়্যার, দেশী হতে বিদেশী, ১ম হতে ফাইনাল ইয়ার সকলের জন্যই থাকছে অসাধারণ সবকিছু।
নিয়মিতভাবে আপডেট থাকতে সাথেই থাকুন। পড়াশুনার বাইরে সময় পেলেই সবসময় নিত্যনতুন সাহায্য নিয়ে হাজির হব।
নাম দেখেই আপনার জন্য ঠিক করে নিন কোনটা লাগবে আর সামনের দিন কি চান তাও জানান।
আজ যা যা থাকছে সেগুলো মোবাইলের বা ট্যাবের ফায়ারফক্স,  গুগোল ক্রোম, ইউসি বা অন্য ব্রাউজার দিয়ে ডাউনলোড করুন।তবে অপেরামিনি দিয়ে ব্রাউজ করলেও ওটা দিয়ে ডাউনলোডর প্রচেষ্টা না করার জন্যই বলব।

তাহলে দেরি না করে এখনই নিয়ে নিন।

anatomy guide১ম বর্ষের ছাত্রদের জন্য
ziels drug database ডাটাবেসটা সুন্দর আছে
english to bangla dictionary
fruit stall বিভিন্ন ফলসম্পর্কে জানুন, শিশুদের জন্য
color notestickynote হিসাবে ব্যবহারনকরুন
calculator
age calculatorবয়স বের করুন
bdhospialinfo
bddrugdirectory
boxingtimer timerটা খারাপ না।
ideal weightbmi ওঅন্যান্য মাপজোক
roundandworkouttimer এটা প্রায়ই লাগে
drugsdictionary
wateryourbody পানি কতটুকু লাগবে আপনার?
electric thermometer যদি সাপোর্ট করে
bd 1st aidআরো একটি প্রাথমিক চিকিৎসা
soundmeter কত ডেসিবলে কোন শব্দ হচ্ছে দেখুনতো?
period calender নারীদের জন্য
homeremedy বাড়ির ডাক্তার
bengladictionary offline> বাংলা ডিসকোনারী সরি ডিকসোনারি

আমার আগের দেয়া টিউনসমুহ দেখতে চাইলে ঘুরে আসুন,
মেডিকেল স্টুডেন্টদের জন্য এপস (2)
মেডিকেল স্টুডেন্টদের জন্য এপস (1)
মোবাইল যদি এন্ড্রয়েড হয় তবে আরো যাযা আপনি নিয়মিত রাখতে চাইবেন
১, এন্ড্রয়েডের বেটা ভার্সন কর্টানা
android cortana
2.এসিসটেন্ট ছাড়া চলবে কেন?
android assistant
speaktoit assistant
আবার দেখা হবে।

Leave a Reply