১ মিনিটে বানিয়ে ফেলুন ওয়েবসাইট ।

আসসালামুয়ালাইকুম লিখুনে আমার প্রথম পোস্ট এটি , আশা করি সবার কাছে ভালো লাগবে । আজ আমরা শিখব কি ভাবে ১ মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট বানানো যায় । আসলে ওয়েবসাইট একটি বিশাল ব্যাপার ১ মিনিটে আমরা শুধু দেখাবো কি করে একটি ওয়েবসাইটে একটি লিখা প্রিন্ট করে এই । এখান থেকেই আপনি শুরু করতে পারেন কি করে ওয়েবসাইট বানানোর হাতে খড়ি হয় । যারা শুধু মাত্র কম্পিউটার চালাতে পারেন আশা করি তাঁরা এখনি শিক্ষে ফেলবেন ওয়েবসাইট বানানোর হাতে খড়ি । ভয় পাওয়ার কিছুই নাই আমি স্ক্রিন সট দিয়ে দিচ্ছি তাহলে একদম ভুল হওয়ার কিছুই নাই । শুধু প্রতিটি ধাপ গুলো ভালো করে দেখুন আর লিখুন ।

ধাপ ১

স্ট্যার্ট মেন্যু তে ক্লিক করে নোটপেড ওপেন করুন । অথবা রানে গিয়ে লিখে এন্টার চাপুন ।

বাংলা ওয়েব ডিজাইন ।

ধাপ ২

নোটপেড ওপেন হলে নিচের ছবিতে যেই কোডটি দেওয়া আছে ঝটপট সেটা লিখে ফেলুন

ফ্রী ওয়েব ডিজাইন ।

 

ধাপ ৩ : File ক্লিক করুন সেখান থেকে Save as  ক্লিক করুন । ঠিক নিচের ছবির মত ।

ফ্রী ওয়েব ডিজাইন ।
ফ্রী ওয়েব ডিজাইন ।

ধাপ ৪ ঃ এইবার নিচের ছবিটি ভালো করে দেখুন ।  লিখুন । এবার নিচের দিকে খেয়াল করুন File name: index.html লিখুন  এবার নিচের ড্রপ ডাওন মেন্যু থেকে All File (*.*)  সিলেক্ট করুন । এরপর Save বাটনে ক্লিক করুন ।

ফ্রী ওয়েব ডিজাইন ।
ফ্রী ওয়েব ডিজাইন ।

এবার ফাইল টি যেই ফোল্ডারে সেভ করেছেন ওই খানে গিয়ে দেখুন নিচের মত একটি ফাইল তৈরী হয়েছে এখন ওই ফাইলের উপর ডাবল ক্লিক করুন । বাস দেখুন আপনার প্রথম ওয়েবসাইট ।

ie

পোস্টি যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুল করবেন না । পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন ।

Leave a Reply