ব্লগ বা ওয়েবসাইট এর প্রাথমিক ধারনা(শুধুমাত্র নতুনদের জন্য)

আমাদের  প্রত্যেকের রয়েছে  নিজস্ব চিন্তা, ভাবনা,মতামত,রয়েছে আলাদা আলাদা  দৃষ্টি ভঙ্গী ।

এবং সে  গুলো আমরা অন্যদের সাথে প্রকাশ করতে চাই ।

ইন্টারনেট হল নিজের অনুভূতি বা ভাবনা চিন্তা  গুলো প্রকাশের অন্যতম একটা  মাধ্যম ।
একটা উদাহারন  দিয়ে বলি–
আমরা এই তথ্য প্রযুক্তির প্রসারে বর্তমানে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি হচ্ছে ওয়েবসাইট। এর ব্যাপক ব্যবহার শুধু শহরে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও । ওয়েবের ব্যবহার এখন আগের চেয়ে অনেক বেশি। যা কিনা দিন দিন বেড়েই চলছে । এছাড়া রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব পোর্টাল, স্যোশাল নেটওয়ার্ক এবং আরো নানা ধরনের ওয়েব সম্পৃক্ত মাধ্যমেরও ব্যবহার । ওয়েবসাইট তৈরীর মূল এবং গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হচ্ছে ওয়েব হোস্টিং ।

 

আমি কয়েকটি ফ্রি ব্লগ সাইট ঘুরে এসেছি যেমন

000webhost

freehostia

zymic

byethost

এগুলো ফ্রি হোস্ট্রিং দেয় ঠিকই কিন্তু আপনার ডাটার কোন সুরক্ষা দেয় না, এরা যেকোন সময়  আপনার সাইট বন্ধ করে দিতে পারে। আমি নিজে দেখেছি, এরা ১ সপ্তাহ বা ১০ দিন পার সাইট বন্ধ করে দেয়।যা নির্দিষ্ট করে বলা যাই না। এতে আপনার সাইটের পিছনে ব্যায় করা সময় এবং শ্রম দুটিই বিফলে চলে যায়। এজন্য আমাদের এমন একটি সাইট দরকার যেখানে আমরা নিশ্চিন্তে সাইট হোস্ট করেতে পারি।

 

প্রত্যেকটি কোম্পানিরই একটি ব্যাবসায়িক উদ্দেশ্য থাকে। তাই তারা ফ্রি হোস্ট্রিং এর বিশেষ সুযোগ দিয়ে থাকে। কিন্তু নিশ্চিত ভাবেই তারা আজিবনের জন্য ফ্রি হোস্ট্রিং সার্ভিস দেবেনা। যদি কেও ফ্রি হোস্ট্রিং দেয় তাহলে নিশ্চিত ভাবেই তারা আপনাকে বোকা বানাচ্ছে। এ জন্য আমাদের এমন একটি সাইট বেচে নিতে হবে, যা অবাস্তাব প্রলোভন দেখায় না । এই জন্য আমরা প্রাথমিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের Free Trail সেবা নিতে পারি। এতে করে আমদের সাইটের পিছনে ব্যায় করা সময় ও শ্রাম দুইটিয় বেচে যেতে পারে। কারণ এখানে নির্দিষ্ট সময় পাওয়া যাই।

আমি দেখেছি অনেক কোম্পানি Free Trail  এ Sub Domain হোস্ট করতে দেয় না ।

তাই আমি অনেক কষ্ট একটি ওয়েব সাইট পেয়েছি, যেখানে নিশ্চিন্তে ৩০ দিনের জন্য ওয়েব সাইট তৈরি করা যাই । সাইট টি হচ্ছেhttps://www.mylighthost.com

এখান কার বিশেষ সুবিধা সমুহ হল ,

১/ এখানে আপনি ৩০ দিনের জন্য  ফ্রি সাব ডোমেইন এ host করতে পারবেন ।

২/ cPanel, ftp, Email account, sub domain  সুবিধা পাবেন ।

৩/ DISK SPACE ২ জিবি সহ মাসিক ব্যান্ডউইডথ, ৫ GB

৪/ WordPress, Joomla, Magento ইত্যাদি CMS  খুব সহজে Install করতে পারবেন।

৫/  নিয়মিত Database সহ পুরো সাইটের ব্যাক আপ নিতে পারবেন।

৬/  পছন্দ মত সাব ডোমেইন  তৈরী করতে পারবেন । যেমন yourdomain.mylighthost.com অথবা এ ধরনের ৪ টি  নাম থেকে একটি বেচে নিতে পারেন।

যেভাবে কাজ শুরু করবেন:

প্রথমে এই ঠিকানায় যান এবং 30 days free trial এখানে যান,

  • Click Try it now তে ক্লিক করুন।অথবা এখানে ক্লিক করুন ।
  • এখন নিচের দিকে দেখুন লেখা আছে , I want to use a free subdomain. এইখানে click  ক্লিক করুন।
  • এরপর  একটি Sub Domain Name পছন্দ করুন এবং Click to Continue  এ Click  করুন ।
  • এর পর আপনি একটি From দেখতে পাবেন, সেটি পুরন করুন।
  • Payment Method এ গিয়ে যেকনো একটি Select করুন। এবং I have read and agree to the Terms of Service ক্লিক করে Complete Order ক্লিক করুন।
  •  আপনার ইমেইল চেক করুন । এরা আপনার ইমেইলে আপনার প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিবে। যদি ইমেল আপনার Indox এ না যাই তাহলে spam folder চেক করুন।
  • এখানে cPanel সহ অনান্য  লগিন এর তথ্য পাওয়া যাবে ।

অথবা নিন্মে প্রদত্ত উপায়েও cpanel এ Login করতে পারবেন।  

  • MyLightHost এ ডুকে Login করুন,
  • উপরে 30 Days trial-এ আপনি Login to Control Panel  লেখাতে ক্লিক করুন।
  • Services à My services à View Details এ ক্লিক করেন ।

সি প্যানেল ব্যবহার করার নিয়ম:

  • আপনি File Manager এ Public_html এ  আপনার তৈরি করা web data রাখতে পারেন।
  • অথবা আপনি Softaculous থেকে  Wordpres, Joomla ,Drupal, Prestasop ইত্যাদি install দিতে পারবেন।

এ ছাড়া কোন সাহায্যের জন্য  live chat এ  অথবা তাদের support center এ যোগাযোগ করতে পারেন ।

Leave a Reply