মোবাইলে সিমের আর দরকার নেই!

ipad

অ্যাপল এবার এমন একটি সিম কার্ড উদ্ভাবন করেছে যেটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক অপারেটরে সুইচ করা যাবে। এতে আগের মতো আর ওই নির্দিষ্ট অপারেটনের সিমকার্ড ভরতে হবে না।

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় আইপ্যাড এয়ার-২, আইপ্যাড মিনি-৩ এবং রেটিনা ৫কে ডিসপ্লে সমৃদ্ধ আইম্যাকের আনুষ্ঠানিক অবমুক্তকরণ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ কথা জানান।

তিনি জানান, আইপ্যাড এয়ার-২ এর WiFi+ Cellular এনাবলড ভার্সনে এই ‘সফট সিম’ ইনস্টল করাই থাকবে। এটি এখন যুক্তরাজ্যের EE, T-Mobile এবং যুক্তরাষ্ট্রের AT&T ও Sprint অপারেটর সুইচ করা যাবে।

অ্যাপলে এর আগে ওই বিশেষ সিমের পাশাপাশি অপারেটর সিম ব্যবহার করতে হতো। এখন শুধু অ্যাপলের সিমটি ব্যবহার করলেই হবে। পরে এটি আইফোনেও ইনস্টল করে দেয়া হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল এই সুবিধা চালু করায় এখন অপাটের কোম্পানিগুলো সত্যিকার প্রতিযোগিতায় পড়বে।

তবে এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে অ্যাপল ছাড়া অন্য কোনো ডিভাইসে এ সুবিধা পাওয়া যাবে না।

Leave a Reply