‘অফিস লেন্স’ মাইক্রোসফটের নতুন অ্যাপস

অফিস লেন্স নামে মাইক্রোসফট নতুন একটি অ্যাপস চালু করেছে। অ্যাপসটি উইন্ডোজ ফোনের পাশাপাশি আইফোন এবং অ্যানড্রয়েড ফোনে কাজ করবে। এটি দিয়ে  যেকোনো ছবিকে টেক্সটে রূপান্তর করা যাবে।

মাইক্রোসফট গত বৃহস্পতিবার জানিয়েছে তাদের সবচেয়ে জনপ্রিয় অ্যাপস অফিস লেন্স। যেটা উইন্ডোজ ফোন, অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যানড্রয়ে কাজ করবে।

লেন্স’

এই অ্যাপসটি দিয়ে যেকোনো ছবি সরাসরি ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন এবং পিডিএফ এ নিয়ে সম্পাদনা করা যাবে।

প্রযুক্তিবিদরা মনে করছেন, মাইক্রোসফট তাদের আধিপত্য বাড়ানোর জন্য উইন্ডোজ ফোন ছাড়াও অন্যান্য ডিভাইসের জন্য অ্যাপস তৈরি করছে।

অফিস লেন্স একটি স্মার্টফোনকে স্ক্যানারে রূপান্তরিত করবে। ফোনের ক্যামেরা ব্যবহার করে যেকোনো ছবি তুলেই সেটি সরাসরি ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট কিংবা পিডিএফ ফাইলে পাঠানো যাবে। এছাড়া ছবিটি এই অ্যাপসের মাধ্যমে ক্লাউড স্টোরেজেও রাখা যাবে।

অ্যাপসটির বড় সুবিধা হলো এটি অপটিক্যাল ক্যারেক্টর রিকগনিশন হিসেবে কাজ করবে।  ফলে যেকোনো ইমেজকে টেক্সটে রূপান্তর  করা যাবে।  এটি দিয়ে ছবি সম্পাদনাও অনেক সহজ হবে। অ্যাপসটি আনড্রয়েড এবং আইওএস ফোনের জন্য বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

Leave a Reply