Home মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে খেলুন মুস্তফা

অ্যান্ড্রয়েড মোবাইলে খেলুন মুস্তফা

by shamim ahmed

ছোটবেলা্য অনেকেই মুস্তফা গেমটি খেলে থাকবেন(আমি খেলতে পারি নাই, টাকা পয়সা দিত না 🙁 ) । অনেকেই জানেন গেমটি পিসিতেও খেলা যায়। কিন্তু অনেকেই জানেননা এ গেমটি অ্যান্ড্রয়েড মোবাইলেও খেলা যায়। এর জন্য লাগবে একটি আর্কেড ইমুলেটর আর মুস্তফা রম।
আর্কেড ইমুলেটরের জন্য Tiger Arcade অথবা MAME4droid ব্যবহার করতে পারেন। আমি Tiger Arcade ব্যবহার করি।

জিপ ফাইলটি নামিয়ে আনজিপ করুন। একটি এপিকে ফাইল(টাইগার আর্কেড ইমুলেটর) এবং “Roms” নামে একটি ফোল্ডার পাবেন।  এপিকে ফাইলটি ইন্সটল করুন। তারপর “Roms” ফোল্ডারটি sdcard এ পেস্ট করে দিন। তারপর টাইগার আর্কেড ইমুলেটরটি চালু করুন। গেমগুলোর লিস্ট দেখতে পাবেন। যেকোন একটি গেমের উপর ক্লিক করলেই গেম চালু হবে।

MAME4droid এর ক্ষেত্রে Roms ফোল্ডারটি  /sdcard/ROMs/MAME4all ফোল্ডারে রাখুন।

মুস্তফা এর সাথে বোনাস হিসেবে পাচ্ছেন স্ট্রিট ফাইটার ২ এবং স্ট্রিট ফাইটার ৩ আলফা।

 

 

লিংক সমুহ :

http://www.rodfile.com/r8ur47qsbzuk/Tiger_arcade_Mustapha_street_fighter_2_street_fighter_3_alpha.zip.html

 

You may also like

Leave a Comment