Home টিপস-এন্ড-ট্রিকস অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নিন

অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নিন

by shamim ahmed

একটা সময় ছিল যখন আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নিতে হলে অ্যান্ড্রয়েড ডেভলোপার টুল ইন্সটল করতে হোতো। কিন্তু বর্তমান সময়ে এই কাজটি খুবই সহজ। শুধুমাত্র কয়েকটি বাটন চেপেই নেয়া যায় স্ক্রিনশট।

বেশীরভাগ অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নেয়ার জন্য একসঙ্গে স্লিপ/ওয়েক বাটন এবং ভলিউম কমানোর বাটন চেপে ধরতে হবে এবং স্ক্রিনে ফ্ল্যাশ দেখলে ছেড়ে দিতে হবে।

যদিও কিছু কিছু মডেলের ফোনের জন্য এই পদ্ধতি ভিন্ন। উদাহরণ হিসাবে বলা যায়, স্যামসাং গ্যালাক্সি ফোন। এই ফোনে হোম বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করতে হবে এবং স্ক্রিন ফ্ল্যাশ না হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে।

আপনার ফোনটিতে যদি হোম বাটন থাকে আর একেবারে উপরের কৌশল কাজ না হয় তাহলে পাওয়ার এবং হোম বাটনের সমন্বয় করার চেষ্টা করুন। এবার ছবিগুলো দেখতে চাইলে গ্যালারি ওপেন করতে হবে এবং শেয়ার বাটনে ক্লিক করে ম্যাসেজ বা মেইলে শেয়ার করতে পারবেন।

ফোনে স্ক্রিনশট

You may also like

Leave a Comment