অ্যাপলের আইফোনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছে স্যামসাং। এজন্য থ্রিডি টার্চ সমৃদ্ধ ফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এস৭। থ্রিডি টাচ মূলত ফোর্স টাচের মতই। ফোনের স্ক্রিনে ফোর্স টাচ করলে বাড়তি সুবিধা মেলে।
অ্যাপল সম্প্রতি তাদের ফ্লাগশিপ ফোন আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসে থ্রিডি টাচ প্রযুক্তি যোগ করেছে। অ্যাপল দাবি করছে বিশ্বের প্রথম থ্রিডি টাচ সমৃদ্ধ ফোন আনছে তারা। এবার অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাংও তাদের পরবর্তী ফোনে যোগ করছে এই প্রযুক্তি।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এ থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর।
স্যামসাংয়ের এই ফ্লাগশিপ ফোনের বডি হবে ম্যাগনেশিয়াম অ্যালয়ের। ফলে এটি হবে শক্তপোক্ত এবং হালকা। ফোনটিতে বেশ কিছু চমক থাকছে বলে স্যামসাং জানিয়েছে।
আগামী বছরের শুরুতে ফোনটি বাজারে আসতে যাচ্ছে। শুরুতে ফোনটি চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।