হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। কোন রকম পানির স্পর্শ ছাড়াই, শ্যাম্পু ব্যবহার না করেই আপনার চুলগুলোকে একদম ঝরঝরে ও মোলায়েম করে তুলবো আমরা আজকে। বাইরে কোথাও যাবেন, এদিকে চুলে শ্যাম্পু করার সময় নেই? কোন প্রয়োজন নেই! ঝটপট ব্যবহার করে ফেলুন এই “ড্রাই শ্যাম্পু” আর দেখুন ম্যাজিক। যে কেউ বলবে মাত্রই চুলগুলো শ্যাম্পু করে এসেছেন আপনি!
আমাদের চুল ময়লা কেন হয়? কারণ চুলে জমে যায় তেল। এই বাড়তি তেলের কারণে চুল চিটচিটে ও নোংরা মনে হয়। এই বাড়তি তেলটুকু সরিয়ে নিলেই চুল হয়ে উঠবে আবার ঝরঝরে। রোজ রোজ কেমিকেল দেয়া শ্যাম্পু দিয়ে চুল ধোয়া মূলত চুলে পড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই রোজ চুলে শ্যাম্পু না দিয়ে ব্যবহার করুন এই ড্রাই শ্যাম্পু। চুল পড়া তো কমবেই, সাথে চুলও থাকবে অনেক সুন্দর।
যা লাগবে
কর্ণ ফ্লাওয়ার ১/৪ কাপ
বেকিং সোডা ১ চা চামচ
এসেনশিয়াল অয়েল (ইচ্ছা) কয়েক ফোঁটা
যেভাবে ব্যবহার করবেন
-এই উপাদানগুলো একত্রে মিশিয়ে নিন। তারপর একটি এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন।
-যখনই চুল পরিষ্কার করার দরকার হবে, এই মিশ্রণ ভালো করে চুলে মেখে নেবেন হাত দিয়ে ঘষে ঘষে। ১৫ থেকে ২০ মিনিট রাখবেন।
-তারপর ভালো করে চুল ঝেড়ে নেবেন ও চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। হেয়ার ড্রায়ারে ঠাণ্ডা হাওয়ায় চুল একটু আঁচড়ে নিতে পারেন।
ব্যাস, তৈরি আপনি বাইরে যাওয়ার জন্য!