4
আপনার মোবাইলের ব্যাটারী কি চার্জ ধরে রাখতে পারছে না? একবার ফুল চার্জ একবার লো চার্জ দেখায়? বা কিছুক্ষণ পর পর মোবাইল বন্ধ হয়ে যায়? তাহলে এই টিপসটি ফলো করুন। আপনার মোবাইলের ব্যাটারী’র পারফরমেন্স অনেক বেড়ে যাবে। অন্তত ৫০% বেড়ে যাবে।
শুরু করার আগে জেনে রাখুনঃ
- শুধুমাত্র লিথিয়াম আয়ন ব্যাটারী পরীক্ষিত।
- টিপসটি ঘন ঘন ব্যবহার করবেন না।
- ব্যাটারী ফুলে গেলে কাজ করবেনা সম্ভবত। আর ফুলে ওঠা ব্যাটারী ব্যবহার না করাই ভালো। এটা যেকোনো সময় বিস্ফোরন হতে পারে।
- ভালো ব্যাটারীতে এই সিস্টেমটি ব্যবহার করবেন না।
- এই টিপসটি সাময়িক সাপোর্ট দিবে। অর্থাৎ একবার ফ্রিজিং করলে ১০ থেকে ৩০ দিন কাজ করবে।
- তারপরও যতো দ্রুত সম্ভব নতুন ব্যাটারী নিতে চেষ্টা করুন। সর্বাপেক্ষা উত্তম।
- যদি এ মূহুর্তে ব্যাটারী কিনা সম্ভব না হয় তবেই এই টিপসটি ব্যবহার করুন।
টিপসঃ
- মোবাইল থেকে ব্যাটারীটি খুলুন। বাসার ডীপ ফ্রিজে রেখে দিন ২০ থেকে ৩০ মিনিট।
- ২০ – ৩০ মিনিট হয়ে গেলে ব্যাটারীটি বের করুন। ব্যাটারীর তাপমাত্রা স্বাভাবিক হতে সময় দিন। ৩০ মিনিট ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে।
- ব্যাটারীতে লেগে থাকা পানি টিসু পেপার বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন এবং মোবাইল এ লাগান।
- ব্যাটারী ফুল চার্জ দিন।