আপনি কি নতুন ভিডিও ইডিটিং শিখতে চাচ্ছেন?

index500

আজ আমি আপনাদের সাথে এক অসাধরন ভিডিও ইডিটিং সফটওয়ার নিয়ে আলচোনা করব!

শুদু মাত্র যারা নতুন ভিডিও ইডিটং শিখতে চান এবং করতে চান তাদের জন্য।

আমি নিজে ও একজন নতুন ভিডিও ইডিটং শিখতেছি। অনেক software ডাউনলোড করেছি! কিন্তু নতুন হিসাবে প্রফেশনাল সফটাওয়ার এ কাজ করা সম্ভব নয়!

তাই আমি ছোট এবং অসাধরন সফট এর পেয়ছি যা আমার অনেক ভাল লেগেছে!

আসা করি আপনার ও ভাল লাগবে!

এই সফট এর কাজ গুলা অনেক সহজ! যা সবাই নিজ থেকে করতে পারবেন!

তা হলে চলুন প্রথম সফট টা ডাউনলোড করি

http://www.wondershare.net/ad/video-editor-win/?gclid=CjwKEAjwm-aqBRD39YPqhbzthzYSJACFj-AtUTefGW8n8edWql3G3T9vkZLVU6Rx0444eyBPtjn3zBoCnL3w_wcB

এখা থেকে Download for Windows এ ক্লিক করুন

তারপর ডাউনলোড করুন!

তারপর সফট টা রান করান! (ইন্টারনেট কানেকশন থাকিতে হবে)

তারপর সফটা টা ডাউনলোড কমপ্লিট হবার আগ পর্যন্ত অপেক্ষা  করুন!

ডাউনলোড কমপ্লিট হলে স্বাভাবিক ভাবে ইনশটোল করুণ!!

installl হয়ে গেলে ওপেন করুণ

তারপর নিচের ছবি লক্ষ করুণ

তারপর আপনার ইচ্ছা মত একটা দেন easy mode & full featture mode এর মধ্যে!

আমি full featture mode এটা তে ক্লিক করলাম (এটা দিয়ে ভাল ইডিট করা যায়)

তারপর আপনার সামনে একটা বক্স আসবে

তারপর IMPORT ফাইল থেকে আপনার পছদের ফাইল গুলা সিলেক্ট করুণ!

এবার আপুনি ড্রাগ করে ফাইল গুলা মিডিয়া তে ড্রাগ করান !

এখন আপুনি এখান থেকে EFFECTS,TEXT,TRADISHON,PIP

দিয়ে ভিডিও কাজ করেন!!

তারপর কাজ শেষ হলে ডান দিকের EXPORT এ ক্লিক করুণ! :evil:

এবং আপনার ইচ্ছা কিত ফর্মেট এ সেইভ করুণ !!

আসা করি বুঝতে পেরেছেন??? না বুঝলে কমেন্ট বক্স তো আছে!!!

আগে যদি কেয় এ বিষয়ে  টিউন করে থাকে তা হলে আমি দুঃখিত!

আর ভুল হলে ক্ষমা করবেন।index500

Leave a Reply