Home রেসিপি আপেল দিয়ে তৈরি করুন একটি দারুণ রাজহাঁস!

আপেল দিয়ে তৈরি করুন একটি দারুণ রাজহাঁস!

by shamim ahmed

রাজহাঁস, তাও আবার আপেল দিয়ে? জেনে অবাক হবেন যে কাজটা কিন্তু একদমই সহজ। এটার জন্য আপনাকে আহামরি কোন শেফ হতে হবে না। আহামরি কারভিংও জানতে হবে না। আপনার ঘরে মজুদ সাধারণ ছুরি আর একটি আপেল দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন দারুণ একটি রাজহাঁস। হ্যাঁ, মাত্র একটি আপেল দিয়েই! একটু অভ্যাস করলে ২/৩ মিনিটেই তৈরি হয়ে যাবে আপনার এই রাজহাঁস।

rasieএটা তৈরি করতে লাগবে-
একটি সতেজ ও বড়সড় আপেল
একটু বড় চাকু ও একটি চিকন চাকু
এবং লেবুর রস

মন দিয়ে সদেখে নিন ভিডিওটি, আপেলের এই দারুণ রাজহাঁস তৈরি করা যে কী ভীষণ সহজ একটি কাজ, সেটা দেখে অবাক হবেন নিজেই। হাঁস তৈরি হয়ে যাওয়ার পর এর গায়ে লেবুর রস স্প্রে করে দিন। এটা আর হাঁস কালচে হয়ে যাবে না। বহুক্ষণ থাকবে সতেজ ও সুন্দর। এবং হ্যাঁ, এই হাঁস খাওয়াও যাবে!

You may also like

Leave a Comment