আসছে ফেসবুক ড্রন

গুগল, অ্যামাজনের পর এবার আসছে ফেসবুকের ড্রন। ফেসবুক ইতোমধ্যে তাদের ড্রনটি আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। এই ড্রনটি সম্পূর্ণ ইন্টারনেট চালিত। অন্যসব ড্রনের চেয়ে এটি আকারেও বড়। এটির পাখা বোয়িং ৭৩৭ বিমানের চেয়ে বড়। কিন্তু ওজনে একটি গাড়ির চেয়েও কম।

এই ড্রনটি দিয়ে ফেসবুক সারা পৃথিবীতে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেবার পরিকল্পনা করেছে।

ফেসবুক ড্রন

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, ‘সারা পৃথিবীকে ড্রনের সাহায্যে ইন্টারনেট নেটওয়ার্ক সংযুক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে মানুষ ভূমিতে থেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারে। ফেসবুক ইন্টারনেট ড্রনের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফল ভাবে সম্পন্ন করেছে।’

জুকারবার্গ জানান, ফেসবুকের ড্রনের আকার বড় হলে ওজনে এটি হালকা। এটি আকাশে ওড়ার সময় সোলার প্যানেলের মাধ্যমে শক্তি সংগ্রহ করবে। ড্রনটির ডানায় সোলার প্যানেল বসানো হয়েছে। এটি একমাসে ৬০ হাজার ফিট উড়তে সক্ষম।

Leave a Reply