Home এন্ড্রয়েড আসছে ৩ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন অপ্পো আর৭এস।

আসছে ৩ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন অপ্পো আর৭এস।

by shamim ahmed

 চলতি মাসেই নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো। ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অপ্পো আর৭এস নামের এই স্মার্টফোনটির ঘোষণা দেওয়া হতে পারে।

দুবাইতে অনুষ্ঠিতব্য গালফ ইনফরমেশন টেকনোলজি এক্সিবিশনে নতুন এই স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে। স্মার্টফোনটিতে থাকতে পারে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি।

অন্যান্য মিড রেঞ্জের ডিভাইসের মতো এই স্মার্টফোনটিতেও থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ব্যাটারির ক্ষেত্রে থাকছে চমক। দীর্ঘস্থায়ী চার্জের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে ৪,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

তবে এই ফিচারগুলোর ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অপ্পো। নতুন স্মার্টফোন দিয়ে কতটুকু চমক দেখাতে পারে অপ্পো, সেটাই এখন দেখার পালা।

You may also like

Leave a Comment