Home ইন্টারনেট ইন্টারনেটের বিলুপ্তি ঘটবে

ইন্টারনেটের বিলুপ্তি ঘটবে

by shamim ahmed

ইন্টারনেট শেষ পর্যন্ত ‘হারিয়ে’ যাবে বলে পূর্বাভাস দিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের প্রধান এরিখ স্কিমিট। সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ পূর্বাভাস দেন তিনি। এরিখ স্কিমিট বলেন, ইন্টারনেট শিগগিরই মানুষের জীবনের প্রতিটি অংশের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে। আর এটি কার্যকরভাবে মানুষের দৃষ্টির আড়ালে ‘হারিয়ে’ যাবে এবং অগোচরে চলে যাবে ।

gogalতিনি বলেন, ‘নানা ধরনের সেন্সর বা স্পর্শক এবং যন্ত্রপাতি এসে যাবে। এর ফলে ইন্টারনেট ব্যবহার করছি তা আর উপলব্ধি করার কোনো উপায়ই থাকবে না। নতুন একটি বেশ মজার বিশ্বের অভ্যুদয় ঘটেছে, প্রত্যেকের প্রয়োজনকে সামনে রেখে ইন্টারনেটকে উচ্চমাত্রায় ব্যক্তিগতকরণ করা হবে এবং তা অতিমাত্রায় ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে।

ইন্টারনেট একজন মানুষকে সব সময়ই জড়িয়ে রাখবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এমন হবে যে আপনি একটি ঘরে ঢুকলেন এবং ঘরের প্রতিটি জিনিসের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করে দিলেন।

You may also like

Leave a Comment