ইন্টারনেট ছাড়া আপাতত আর কিছু নিয়ে ভাবছেন না মার্ক জাকারবার্গ। কয়েক দিন ধরে বাজারে গুজব ছিল গুগল এবং অ্যাপলের মতো গাড়ি বানানোর কাজে হাত দিচ্ছে ফেসবুক। কিন্তু এসব গুজব নাকচ করে দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কী করব সেটা আমরা জানি।’
ইন্টারনেটের বাইরেও গুগল চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে। এ ছাড়া সৌরশক্তি এবং ক্যান্সার শনাক্তকরণ পিল নিয়েও কাজ করছে তারা। আর অ্যাপলের রয়েছে আইফোন, স্মার্টওয়াচ। গুজব রয়েছে ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে অ্যাপল।
কিন্তু ফেসবুক শুধু ইন্টারনেট নিয়েই থাকতে চায় বলে জানিয়েছেন জাকারবার্গ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বৃহৎ। আমরা পৃথিবীর সব মানুষকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে চাই।’
অন্যের সাথে নিজের ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ফেসবুককে আরো বেশি ব্যবসাবান্ধব করে তুলতে চান জাকারবার্গ। যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা ফেসবুকের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পান। এ ছাড়া ইন্টারনেটডটঅর্গ-এর মাধ্যমে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর নাগরিকদের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চান জাকারবার্গ।