5
বর্তমান সময়ের জনপ্রিয় পরিধানযোগ্য প্রযুক্তি অ্যাপল ওয়াচ এবং পিবল টাইম। দুটোই কব্জিতে পরিধানযোগ্য। এই ঘড়ি দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এসব ঘড়ি দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সেই অসম্ভব কাজকে সম্ভব করলেন ইন্টেল করপোরেশনের সিইও ব্রিয়ান কারজানিচ। তিনি কব্জির জোড়ে চার চারটি রোবটকে বাগে আনলেন।
সম্প্রতি ইন্টেল তৈরি করেছে মাকড়সা রোবট। এসব রোবট নিয়ন্ত্রণের জন্য রয়েছে রিমোট। এই রিমোট কব্জিতে পরে হাত নাড়ালেই রোবট তার প্রয়োজনীয় নির্দেশনা পায়। ফলে হাত নাড়িয়েই রোবট বলে দেয়া যায় কখন কি করতে হবে।
ইন্টেলের সিইও দর্শকপূর্ণ একটি হলে রোবট মাকড়সার কারিশমা দেখান। হাতের ইশারায় রোবটগুলো তার অবস্থান পরিবর্তন করে, আলোর খেলা দেখিয়ে দর্শকদের মাত করে দেয়।