Home রেসিপি উপকারী গ্রীন টি বানানোর সহজ রেসিপি

উপকারী গ্রীন টি বানানোর সহজ রেসিপি

by shamim ahmed

গ্রীন টি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি, এটি শরীরের সাথে সাথে রক্তকেও পরিষ্কার রাখে। অনেক ভাইয়া এবং আপু জানতে চেয়েছেন কিভাবে গ্রীন টি বানাতে হয়। আজ আপনাদের সুবিধার জন্যই থাকছে কিভাবে গ্রীন টি বানানো যায় তার রেসিপি –

উপকরনঃ

Green teabags / পাতা ( প্রত্যেক কাপ পানির জন্য ১ চা চামচ )
গরম পানি
পুদিনা/তুলসি পাতা (৪-৫ টি )
মধু
লেবুর রস

প্রনালিঃ

১/ আগে ঠিক করে নিন কয় কাপ চা বানাবেন । সাধারণত প্রতি এক কাপ পানির জন্য এক চা চামচ (৫ গ্রাম) সবুজ চা পাতা দেয়া হয় । এতে করে একটি ঘন লিকার আসে ।

২/ একটি ছাঁকনিতে যে পরিমান চা বানাবেন তার পরিমান অনুযায়ী green tea leaves নিন ।

৩/ একটি পাত্রে পানি নিয়ে চুলায় গরম করুন। খেয়াল রাখবেন পানি যাতে না ফোটে।

৪/ একটি খালি মগ বা কাপের উপর ছাঁকনিটি রাখুন।

৫/ চা পাতার উপর দিয়ে মগে গরম পানি ঢালুন।

৬/ ২-৩ মিনিট পর্যন্ত চা পাতা গুলো ভেজান এর বেশি নয়, নতুবা চা তিতা লাগবে।

৭/ মগ থেকে ছাঁকনি নামান।

৮/ কিছুক্ষণ আপনার চা ঠাণ্ডা করুন এবং উপভোগ করুন আপনার perfect cup of green tea

You may also like

Leave a Comment