এইচটি এম এল শুরু করার আগে যা করনিয়!

index515

এইচটিএমএল কি?
এইচটিএমএল ওয়েব পেজ বর্ণনার জন্য একটি Hypertext Mark Up Language । এটি কোন প্রোগ্রামিং Language নয় । Mark Up Language হচ্ছে Mark Up Tag এর একটি সংকলন । এইচটিএমএল ওয়েব পেজ বর্ণনা করতে Mark Up Tag ব্যবহার করা হয় ।
   ট্যাগ কি?
এইচটিএমএল মার্কআপ ট্যাগকে সাধারণত HTML ট্যাগ বা শুধু ট্যাগ বলা হয় । এইচটিএমএল ট্যাগ সাধারণত লেখা হয় <html> </html> এভাবে ।
কোন একটি ট্যাগ শুরু হয় “< >” দিয়ে এবং শেষ হয়  “</ >” দিয়ে ।
যেমন : বডি ট্যাগ শুর হবে এভাবে : <body>
বডি ট্যাগ শেষ হবে এভাবে : </body>
আমরা যে ট্যাগ শুরু করবো তা শেষ করতে হবে । যেমন Imran যদি ট্যাগ হয় তাহলে লিখতে হবে <Imran> </Imran>  । ট্যাগ গুলো ছোট বা বড় হাতে লেখা যাবে । আমি ছোট হাতে লিখতেই বেশি পছন্দ করি ।
ছোট একটি কোড লিখে ফেলি :
<html>
<head>
<title>HTML</title>
</head>
<body>
<h1>Heading</h1>
<p>Paragraph</p>
</body>
</html>
<html> এবং </ html> এর মধ্যে সম্পুর্ন html কোড লিখতে হয় । <body> এবং </ body> এর মধ্যে যা লিখবো তা ওয়েব পেজে দেখা যাবে ।এইচটি এম এল শুরু করার আগে আপনার যা যেনে নেওয়া উচিথ…..

 এইচটিএমএল শুরু , এইচটিএমএল প্রাথমিক ধারনা
এইচটিএমএল এলিমেন্ট , এইচটিএমএল এট্রিবিউট
এইচটিএমএল হেডিং ,এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং , এইচটিএমএল স্টাইলস
এইচটিএমএল লিংক ,এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল টেবিল , এইচটিএমএল লিস্ট
এইচটিএমএল ফরম & ইনপুট
এইচটিএমএল কালার
অন্যান্য
যা যা লাগবে এই কোর্সে :
১ । এইচটিএমএল এডিটর ।
২ । ওয়েব ব্রাউজার ।
এইচটিএমএল এডিটর :
এডিটর হিসাবে আপনি যেকোন টেকস্ট এডিটর ব্যাবহার করতে পারেন । আমি লিনাক্সে আপটানা স্টুডিও ব্যাবহার করি । বেশির ভাগ উইন্ডোজ ব্যবহারকারী নোটপ্যাড++ ব্যাবহার করে । যাহোক পছন্দমত একটি এডিটর ব্যাবহার করবেন ।

Leave a Reply